সভায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশ এখন যেহেতু মধ্যম আয়ের দেশ, কাজেই বিদেশি দাতারা বলবেন নিজেদের টাকায় সহযোগিতা কার্যক্রম চালাতে। আর যাঁরা অনুদান দেবেন, তাঁরা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়ন দেখতে চাইবেন। তাই স্থানীয় পর্যায়ে ক্ষমতাশালীদের অবৈধ প্রভাব ও দখলদারির বিষয়ে সতর্ক থাকতে হবে।
সভায় সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। তিনি বলেন, দাতা সংস্থাগুলোর তহবিল কমে আসছে, ফলে অনুদানের নতুন উৎস খুঁজে বের করতেই হবে। সেই প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিরা হতে পারেন একটি বড় ও সম্ভাবনাময় উৎস। তবে প্রবাসীরা আগ্রহী হলেও অর্থ পাঠানোর ক্ষেত্রে তাঁদের প্রাতিষ্ঠানিক জটিলতায় পড়তে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি নিজের গ্রামের স্কুলে, হাসপাতালে বা স্থানীয় কোনো সামাজিক প্রকল্পে অর্থ পাঠাতে চান, তিনি তা সহজে পাঠাতে পারেন না। কারণ, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী অনুদান পাঠানোর জন্য একটি আইনি সত্তা থাকতে হয়।
Voice24 Admin 











