০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডিএসইতে সূচকের পতন, সিএসইতে উত্থান

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৫৪৯ Time View

চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। এ দিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বাড়লেও সিএসইতে কমেছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও সিএসইতে কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। মঙ্গলবার সকালে লেনদেনের শুরু থেকে ডিএসইএক্স সূচক কিছুটা ঊর্ধ্বমুখী হলেও পরে তা নিম্নমুখী অবস্থানে চলে আসে। লেনদেন শেষ হওয়া পর্যন্ত সূচকের নিম্নমুখী প্রবণতা বিরাজ করে।

‎ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২২.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩.৯৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩.০৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

‎ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৮০টি কোম্পানির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত আছে ৭২টির।

এ দিন ডিএসইতে মোট ৪৭৮ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯৪ কোটি ৬৪ টাকার শেয়ার ও ইউনিট।

‎অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৩.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮০৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২০.০৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩০২ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৮৫ পয়েন্ট বেড়ে ৮৯৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৮১.৭৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬১১ পয়েন্টে অবস্থান করছে।‎

সিএসইতে মোট ২০৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৪টি কোম্পানির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত আছে ২৯টির।

‎সিএসইতে ১২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ট্যাগঃ

ডিএসইতে সূচকের পতন, সিএসইতে উত্থান

সময়ঃ ১২:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। এ দিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বাড়লেও সিএসইতে কমেছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও সিএসইতে কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। মঙ্গলবার সকালে লেনদেনের শুরু থেকে ডিএসইএক্স সূচক কিছুটা ঊর্ধ্বমুখী হলেও পরে তা নিম্নমুখী অবস্থানে চলে আসে। লেনদেন শেষ হওয়া পর্যন্ত সূচকের নিম্নমুখী প্রবণতা বিরাজ করে।

‎ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২২.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩.৯৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩.০৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

‎ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৮০টি কোম্পানির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত আছে ৭২টির।

এ দিন ডিএসইতে মোট ৪৭৮ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯৪ কোটি ৬৪ টাকার শেয়ার ও ইউনিট।

‎অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৩.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮০৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২০.০৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩০২ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৮৫ পয়েন্ট বেড়ে ৮৯৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৮১.৭৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬১১ পয়েন্টে অবস্থান করছে।‎

সিএসইতে মোট ২০৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৪টি কোম্পানির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত আছে ২৯টির।

‎সিএসইতে ১২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।