গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সম্প্রতি ছাত্রী ধর্ষণের ঘটনা এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রীসংস্থা।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ মানববন্ধন করেন সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ নারী শিক্ষার্থীরা।
এ সময় তারা বিভিন্ন ফেস্টুন এবং প্লকার্ড হাতে নিয়ে অপরাধে জড়িতদের বিচার দাবি করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শাখা ইসলামী ছাত্রীসংস্থার সাধারণ সম্পাদক ও চাকসুর ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা, প্রচার সম্পাদক উমাইমা শিবলী রিমা, শামসুন নাহার হলের ভিপি ফাইরোজ ফেরদৌস, প্রীতিলতা হলের সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক কুলসুম খাতুন প্রমুখ।
মানববন্ধনে নাহিমা আক্তার দীপা বলেন, “গাজীপুরে ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটেছে। বাংলাদেশে প্রতিনিয়ত নারী ও শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। কিন্তু অপরাধীদের বিচার করা হচ্ছে না। আমরা একটি নিরাপদ রাষ্ট্র চাই, যেখানে নারী শিশু সবাই নির্ভয়ে নিরাপদে থাকতে পারবে। আমরা ধর্ষণকদের বিচার চাই।”
তিনি বলেন, “বিচারের দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুত বিচারকার্য সম্পন্ন করতে হবে। একইসঙ্গে সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে নারী হয়রানি দূর করার জন্য যৌন হয়রানি মনিটরিং সেল গঠন করতে হবে। আমরা কোনো সহানুভূতি চাই না, আমরা সঠিক বিচার চাই।”
উমাইমা শিবলী রিমা বলেন, “নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের, সরকারের। কিন্তু নারীর ওপর নির্যাতন কমছে না। কারণ এর কোনো বিচার হচ্ছে না। অবিলম্বে নারী এবং শিশুদের ওপর যৌন নিপীড়ন বন্ধ করতে হবে। এর জন্য সরকারকে অপরাধীদের দ্রুত বিচার এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
Voice24 Admin 













