পটুয়াখালীর গলাচিপায় এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলার আসামিকে ধরে পুলিশে দিয়েছেন বাদী। আজ বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী শিশুর বাবা নিজেই আসামিকে ধরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মাসুদুর রহমান। তিনি গলাচিপার গোলখালী ইউনিয়নের একটি মাদ্রাসার শিক্ষক। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল আলম গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
Voice24 Admin 











