নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৫৪, ২৫ অক্টোবর ২০২৫
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অনুষ্ঠিত ‘দ্বিতীয় গবিপ্রবি জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৫’-এ তিন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন এবং রানারআপ হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তিন শিক্ষার্থী। তারা নোবিপ্রবি সায়েন্স ক্লাবের সদস্য।
শুক্রবার (২৪ অক্টোবর) ও শনিবার (২৫ অক্টোবর) এই দুই দিনব্যাপী গোবিপ্রবি সায়েন্স ক্লাব কর্তৃক আয়োজিত বিজ্ঞান উৎসবে তারা এ কৃতিত্ব অর্জন করেছেন।
প্রতিযোগিতায় পোস্টার প্রেজেন্টেশন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন নোবিপ্রবি সায়েন্স ক্লাবের ফিন্যান্সিয়াল সেক্রেটারি এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তাহমিনা ইসলাম লিউনা।
একই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন ক্লাবের আরেক কার্যনির্বাহী সদস্য ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মমিনুল ইসলাম মমো।
এছাড়া, থ্রি মিনিটস রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছেন ক্লাবের সহ-সভাপতি ও ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স (ফিমস) বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তামান্না আক্তার।
নোবিপ্রবি সায়েন্স ক্লাব থেকে গোবিপ্রবি ন্যাশনাল সায়েন্স ফেস্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিন শিক্ষার্থী। তিনজনই পুরস্কার অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল করেছেন।
ঢাকা/শফিউল্লাহ/মেহেদী
Voice24 Admin 













