মাদকাসক্ত বাবার পৈশাচিকতা
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:০৫, ৩০ অক্টোবর ২০২৫
গাইবান্ধার পলাশবাড়ীতে নিজের মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় পাষণ্ড বাবাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।
বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের বুজরুক টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাতেই শিশুর নানা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে পলাশবাড়ী থানায় ধর্ষণ-মামলা করেন।
অভিযুক্ত পিতা সাদেকুল ইসলাম (৪২) বুজরুক টেংরা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বাদাম বিক্রেতা।
স্থানীয়রা জানান, চার মাস ধরে নিজের মেয়েকে ধর্ষণ করছেন সাদেকুল। ভয়ে বিষয়টি কাউকে জানাতে পারেনি শিশুটি। প্রতিবেশীদের সন্দেহ হলেও বিষয়টি অবিশ্বাস্য বিবেচনায় এবং প্রমাণের অভাবে ঘটনা আড়ালেই ছিল। কিন্তু বুধবার সন্ধ্যায় ঘটনাটি শিশুটির ছোট বোন দেখে ফেললে সে চিৎকার করে কান্না জুড়ে দেয়। এ সময় আশপাশের লোকজন ছুটে আসে। এবং সাদেকুলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, ‘‘গত কয়েক মাস ধরেই বড় মেয়েকে ধর্ষণ করে আসছিল অভিযুক্ত ব্যক্তি। বুধবার সন্ধ্যায় আবারও একই ঘটনার চেষ্টা করলে ছোট মেয়ে দেখে ফেলে এবং ভয় পেয়ে চিৎকার শুরু করে। আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছি। মেয়েটিকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনা স্বীকারও করেছে। সে পুরোপুরি মাদকাসক্ত।’’
আজ বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়। এ সময় ভুক্তভোগী শিশুকেও আদালতে জবানবন্দির জন্য উপস্থাপন করা হয়। আদালত থেকে শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢাকা/মাসুম//
Voice24 Admin 











