০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াসার এমডি ও ডিএসসির প্রশাসক শাহজাহানকে হঠাৎ বদলি

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৫৫১ Time View

প্রকাশিত: ২৩:২৯, ৩০ অক্টোবর ২০২৫  

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে বদলি করা হয়েছে মো. শাহজাহান মিয়াকে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করা মো. শাহজাহান মিয়াকে দুই পদ থেকেই সরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি শাহজাহান মিয়াকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। পরে ১৮ মে তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্বও দেওয়া হয়।

একই ব্যক্তি রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ সেবা সংস্থার দায়িত্বে থাকায় তখন থেকেই নানা মহলে সমালোচনা উঠেছিল। প্রশাসন ও সুশাসন বিশেষজ্ঞরা বলেছিলেন, একই কর্মকর্তার হাতে একাধিক বড় সংস্থার দায়িত্ব থাকা কার্যকারিতা ও জবাবদিহির পরিপন্থি।

তবে হঠাৎ এ বদলির পেছনে কী কারণ রয়েছে, তা সরকারি সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এটি ‘রুটিন প্রশাসনিক পদক্ষেপ’।

শাহজাহান মিয়া স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন। এখন থেকে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে একই পদে দায়িত্ব পালন করবেন।

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

ট্যাগঃ

ওয়াসার এমডি ও ডিএসসির প্রশাসক শাহজাহানকে হঠাৎ বদলি

সময়ঃ ১২:০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

প্রকাশিত: ২৩:২৯, ৩০ অক্টোবর ২০২৫  

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে বদলি করা হয়েছে মো. শাহজাহান মিয়াকে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করা মো. শাহজাহান মিয়াকে দুই পদ থেকেই সরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি শাহজাহান মিয়াকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। পরে ১৮ মে তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্বও দেওয়া হয়।

একই ব্যক্তি রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ সেবা সংস্থার দায়িত্বে থাকায় তখন থেকেই নানা মহলে সমালোচনা উঠেছিল। প্রশাসন ও সুশাসন বিশেষজ্ঞরা বলেছিলেন, একই কর্মকর্তার হাতে একাধিক বড় সংস্থার দায়িত্ব থাকা কার্যকারিতা ও জবাবদিহির পরিপন্থি।

তবে হঠাৎ এ বদলির পেছনে কী কারণ রয়েছে, তা সরকারি সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এটি ‘রুটিন প্রশাসনিক পদক্ষেপ’।

শাহজাহান মিয়া স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন। এখন থেকে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে একই পদে দায়িত্ব পালন করবেন।

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল