প্রকাশিত: ১৭:৫০, ৩ নভেম্বর ২০২৫
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক অনন্য দিন। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রোববার রাতে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে নিজেদের প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ জিতে নিল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ভারতের নারী ক্রিকেটে শুরু হলো এক নতুন যুগের সূচনা।
এই ঐতিহাসিক অর্জনের পর উচ্ছ্বসিত ভারতজুড়ে শুরু হয় উদ্যাপন। ম্যাচ শেষে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া ঘোষণা দেন বিশ্বকাপজয়ী ভারতীয় নারী দল ও সাপোর্ট স্টাফদের জন্য ৫১ কোটি রুপির (প্রায় ৬৮ কোটি টাকা) আর্থিক পুরস্কার। তিনি বলেন, “এটি নারী ক্রিকেটের এক ঐতিহাসিক অধ্যায়। এই জয় ভারতীয় নারী ক্রিকেটকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে।”
আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমলও দলের এই কীর্তিকে ১৯৮৩ সালের পুরুষ দলের বিশ্বকাপ জয়ের সঙ্গে তুলনা করে বলেন, “আজকের দিনটি ভারতীয় নারী ক্রিকেটের স্বর্ণাক্ষরে লেখা দিন। ১৯৮৩ সালে যা করেছিলেন কপিল দেবরা। আজ সেই ইতিহাসই পুনর্লিখন করলেন মান্ধানারা। এই জয় নারীদের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”
ফাইনালে প্রথমে ব্যাট করে ভারত তোলে ৭ উইকেটে ২৯৮ রান। উদ্বোধনী জুটিতে শেফালি ভার্মা (৮৭) ও স্মৃতি মান্ধানা (৪৫) গড়েন শতাধিক রানের দারুণ পার্টনারশিপ। মাঝের ওভারে দীপ্তি শর্মা (৫৮) ও ঋচা ঘোষ (৩৪) গুরুত্বপূর্ণ রান এনে দলকে পৌঁছে দেন বড় পুঁজি গড়ার পথে।
২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আত্মবিশ্বাসী শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। তাজমিন ব্রিটস ও লরা উলভার্ট গড়েন পঞ্চাশ রানের জুটি। তবে আমানজোত কৌরের সরাসরি থ্রোতে ব্রিটস রানআউট হওয়ার পর থেকেই বদলে যায় ম্যাচের চিত্র। এরপর তরুণ পেসার শ্রী চারাণী প্রথম ওভারেই এলবিডব্লিউ করেন আনেকি বোশকে।
বল হাতে উজ্জ্বল ছিলেন শেফালি ভার্মা। তিনি দ্রুত আউট করেন সুনে লুস ও মারিজান কাপকে। সবশেষে দুর্দান্ত বোলিং করেন অলরাউন্ডার দীপ্তি শর্মা। যিনি ৩৯ রানে নেন ৫ উইকেট। তার স্পেলেই ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার।
যদিও উলভার্ট একাই লড়েছেন। করেছেন ১০১ রান। তবু ৪৫.৩ ওভারে ২৪৬ রানে থেমে যায় প্রোটিয়াদের ইনিংস। ফলে ভারত জেতে ৫২ রানে। আর ডুবে যায় ডি ওয়াই পাতিল স্টেডিয়াম উল্লাসে।
ঢাকা/আমিনুল
Voice24 Admin 














