০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভোররাতে মাছ ধরতে ডাকাডাকি, বের হতেই হত্যা

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:১৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৫৪৩ Time View

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ৫ নভেম্বর ২০২৫  

ফাইল ফটো

গাইবান্ধার ফুলছড়িতে খোকা মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৫ নভেম্বর) ভোররাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝাঞ্জাই ডাকুমারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খোকা মিয়া ওই গ্রামের রসীদ সরকারের ছেলে এবং পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। 

স্থানীয় সূত্র জানায়, ভোররাতে প্রতিবেশীরা বিকট শব্দ শুনতে পান। দ্রুত তারা ছুটে এসে বাড়ির সামনে খোকা মিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

‎নিহতের পরিবার জানায়, ভোররাত ৪টার দিকে চার-পাঁচজন ব্যক্তি খোকা মিয়ার বাড়িতে এসে তাকে মাছ ধরতে যাওয়ার জন্য ডাকতে থাকেন। পরে খোকা মিয়া ঘুম থেকে উঠে দরজার সামনে যান। এ সময় বিকট শব্দ শোনা যায়। তখন তার স্ত্রী বাইরে এসে দেখেন, খোকা মিয়ার রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে আছে।

ফুলছড়ি থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘‘নিহতের মাথায় ভারী কোনো বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।’’

তিনি আরো বলেন,‘‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুলাল মাঝি নামের একজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।‎ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’’

ঢাকা/মাসুম/রাজীব

ট্যাগঃ

ভোররাতে মাছ ধরতে ডাকাডাকি, বের হতেই হত্যা

সময়ঃ ১২:১৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ৫ নভেম্বর ২০২৫  

ফাইল ফটো

গাইবান্ধার ফুলছড়িতে খোকা মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৫ নভেম্বর) ভোররাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝাঞ্জাই ডাকুমারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খোকা মিয়া ওই গ্রামের রসীদ সরকারের ছেলে এবং পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। 

স্থানীয় সূত্র জানায়, ভোররাতে প্রতিবেশীরা বিকট শব্দ শুনতে পান। দ্রুত তারা ছুটে এসে বাড়ির সামনে খোকা মিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

‎নিহতের পরিবার জানায়, ভোররাত ৪টার দিকে চার-পাঁচজন ব্যক্তি খোকা মিয়ার বাড়িতে এসে তাকে মাছ ধরতে যাওয়ার জন্য ডাকতে থাকেন। পরে খোকা মিয়া ঘুম থেকে উঠে দরজার সামনে যান। এ সময় বিকট শব্দ শোনা যায়। তখন তার স্ত্রী বাইরে এসে দেখেন, খোকা মিয়ার রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে আছে।

ফুলছড়ি থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘‘নিহতের মাথায় ভারী কোনো বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।’’

তিনি আরো বলেন,‘‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুলাল মাঝি নামের একজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।‎ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’’

ঢাকা/মাসুম/রাজীব