প্রকাশিত: ১৮:১১, ৫ নভেম্বর ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে। বিসিবির প্রধান নির্বাহীকে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন সালাহউদ্দিন। আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর জাতীয় দলের দায়িত্ব ছাড়তে চান সালাহউদ্দিন।
বিসিবি তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। তবে এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নয়। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘‘আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর তিনি (সালাহউদ্দিন) পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা আর কোনও মন্তব্য করার আগে বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা করব।’’
জাতীয় দলকে ঠিকমতো পরিচালনা করতে না পারায় সালাহউদ্দিনকে নিয়ে প্রবল সমালোচনা হচ্ছে। যে আশা ও প্রত্যাশা নিয়ে তাকে নিয়োগ দিয়েছিল বিসিবি তার কাছাকাছিও যেতে পারেননি তিনি। সহকারী কোচের পাশাপাশি ব্যাটিং কোচেরও দায়িত্ব সামলে যাচ্ছিলেন। উল্টো তার সময়ে ব্যাটিং হয়েছে আরো ছন্নছড়া। পরিকল্পনার ঘাটতি, পারফরম্যান্স গড়পড়তা এবং নেতৃত্বের গুনাবলিতে একেবারে তলানিতে অবস্থান করছিলেন এসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে লেভেল থ্রি কোচিং প্রশিক্ষণ নেওয়া সালাহউদ্দিন।
প্রবল সমালোচনার মুখে দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে পদত্যাগ করেছেন সালাহউদ্দিন। তার মেয়াদ ছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে কোচিং পদ থেকে সালাহউদ্দিন সরে যাওয়ার সিদ্ধান্ত জানান। তবে ভেতরের খবর, সমর্থক এবং গণমাধ্যমের সমালোচনা নিতে পারছিলেন না তিনি। যে কারণে নিজের কাজ উপভোগ করতে পারছেন না। এজন্য এক মাসের টার্মিনেশন পিরিয়ড শেষে দায়িত্ব ছেড়ে দিতে চান সালাহউদ্দিন।
এর আগেও তিনি ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমির বিশেষ কোচ ছিলেন।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
Voice24 Admin 













