পাইলটের উড্ডয়ন ত্রুটির জন্য রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
বুধবার তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “দুর্ঘটনার মূল করণ ছিল পাইলটের উড্ডয়নের ত্রুটি। ট্রেনিংয়ের সময় যখন তিনি ফ্লাই করছিলেন, পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়। এটা হচ্ছে কনক্লুশন।”
প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ওই ঘটনায় পাইলটসহ অন্তত ৩৫ জন নিহত ও শতাধিক আহত হন। ঘটনা তদন্তে ২৭ জুলাই ৯ সদস্যের কমিটি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
তদন্ত সম্পর্কে প্রেস সচিব বলেন, “তদন্ত কমিটি ১৫০ জনের সঙ্গে কথা বলেছে। তাদের মধ্যে এক্সপার্ট, ভুক্তভোগী আছেন, সবার সঙ্গে তারা কথা বলেছেন। তারা ১৬৮টি তথ্য উদ্ঘাটন করেন। এছাড়া ৩৩টি সুপারিশ করেছেন।”
“প্রধান সুপারিশ, জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ার ফোর্সের সব প্রাথমিক ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে,” বলেন তিনি।
প্রতিবেদনের বরাত দিয়ে শফিকুল আলম বলেন, “এই স্কুল রাজউকের বিল্ডিং কোডের অনুমোদনে হয়নি। বিল্ডিংয়ে ন্যূনতম তিনটি সিঁড়ি থাকার কথা ছিল, সেখানে (মাইলস্টোনের বিধ্বস্ত বিল্ডিংয়ে) ছিল একটি সিঁড়ি, মাঝ বরাবর। বিশেষজ্ঞ কমিটি বলছে, তিনটি সিঁড়ি থাকলে হতাহতের সংখ্যা আরো কম হতো।”
প্রশিক্ষণ ঢাকার বাইরে করার সুপারিশ
বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালনার সুপারিশ করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “প্রতিবেদনে প্রধান সুপারিশ হলো, জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ার ফোর্সের সব ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। এটা সুপারিশ করা হয়েছে। প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।”
Voice24 Admin 













