০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিসবেনে বৃষ্টিতে ভাসলো শেষ টি-টোয়েন্টি, সিরিজ ভারতের

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৫৪২ Time View

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। ব্রিসবেনে পঞ্চম ও শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়াতেই এক ধরনের স্বস্তিতে সিরিজ শেষ করেছে সফরকারীরা।

বৃষ্টির আগে ভারতের ইনিংসের শুরুটা ছিল বেশ আকর্ষণীয়। টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও শুবমন গিল গ্যাবার বাউন্সি উইকেটে শুরুটা দারুণ করেছিলেন। নিয়মিত ওপেনারদের ‘দুঃস্বপ্ন’ জশ হ্যাজলউড অ্যাশেজ প্রস্তুতিতে ব্যস্ত থাকায় অস্ট্রেলিয়া দলে ছিলেন না। ফলে অভিষেক-গিল জুটিতে ৪.৫ ওভারে আসে ৫২ রান।

অভিষেক অবশ্য দু’বার জীবন পেয়েছিলেন। গিল ছিলেন দুর্দান্ত। ১৬ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি।

সিরিজের শুরু ও শেষ ম্যাচের দুটির একই পরিণতি হয়েছে। ভেসে গেছে বৃষ্টিতে। ক্যানবেরাতেও প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৮২ হাজার দর্শকের সামনে হ্যাজলউডের আগুনে বোলিংয়ে দাপট দেখায় অস্ট্রেলিয়া। তবে হোবার্ট ও গোল্ড কোস্টের ধীর উইকেটে স্পিনারদের দাপটে সিরিজে ফেরে ভারত। শেষ পর্যন্ত তারাই ট্রফি জিতেছে।

নিজেদের মাঠে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে এমন সিরিজ জয় ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়াবে।

 

ট্যাগঃ

ব্রিসবেনে বৃষ্টিতে ভাসলো শেষ টি-টোয়েন্টি, সিরিজ ভারতের

সময়ঃ ১২:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। ব্রিসবেনে পঞ্চম ও শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়াতেই এক ধরনের স্বস্তিতে সিরিজ শেষ করেছে সফরকারীরা।

বৃষ্টির আগে ভারতের ইনিংসের শুরুটা ছিল বেশ আকর্ষণীয়। টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও শুবমন গিল গ্যাবার বাউন্সি উইকেটে শুরুটা দারুণ করেছিলেন। নিয়মিত ওপেনারদের ‘দুঃস্বপ্ন’ জশ হ্যাজলউড অ্যাশেজ প্রস্তুতিতে ব্যস্ত থাকায় অস্ট্রেলিয়া দলে ছিলেন না। ফলে অভিষেক-গিল জুটিতে ৪.৫ ওভারে আসে ৫২ রান।

অভিষেক অবশ্য দু’বার জীবন পেয়েছিলেন। গিল ছিলেন দুর্দান্ত। ১৬ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি।

সিরিজের শুরু ও শেষ ম্যাচের দুটির একই পরিণতি হয়েছে। ভেসে গেছে বৃষ্টিতে। ক্যানবেরাতেও প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৮২ হাজার দর্শকের সামনে হ্যাজলউডের আগুনে বোলিংয়ে দাপট দেখায় অস্ট্রেলিয়া। তবে হোবার্ট ও গোল্ড কোস্টের ধীর উইকেটে স্পিনারদের দাপটে সিরিজে ফেরে ভারত। শেষ পর্যন্ত তারাই ট্রফি জিতেছে।

নিজেদের মাঠে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে এমন সিরিজ জয় ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়াবে।