প্রকাশিত: ২২:৫৬, ১০ নভেম্বর ২০২৫ আপডেট: ২৩:২১, ১০ নভেম্বর ২০২৫
আয়ারল্যান্ডের ওপেনার রস অ্যাডেয়ার হাঁটুর হাড়ের ইনজুরিতে পড়ে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়েছেন। তার বদলে জর্ডান নীল থাকছেন দলে। যিনি বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট শেষ করেই টি-টোয়েন্টি স্কোয়াডে যোগ দেবেন।
গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৮ বলে শতক হাঁকিয়ে আলোচনায় আসেন অ্যাডেয়ার। তবে সাম্প্রতিক সময়ে তাকে নানা চোটের সমস্যার মধ্য দিয়েই যেতে হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টিতে তিনি ভালো ফর্মে ছিলেন; ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৮, আর ইংল্যান্ডের বিপক্ষে করেছেন ২৬ ও ৩৩ রান। কিন্তু ইনজুরির কারণে বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়াতে হলো তাকে।
অন্যদিকে, এই সফরের জন্য ঘোষিত ১৫ সদস্যের টেস্ট স্কোয়াডে থাকা জর্ডান নীল এখন থাকছেন টি-টোয়েন্টি সিরিজেও। চলতি বছরের মে মাসে আয়ারল্যান্ডের জার্সিতে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছে। যদিও ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মৌসুমের বড় অংশ মিস করেন।
আয়ারল্যান্ডের প্রধান নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বলেন, “বাংলাদেশ সফরের প্রাক্কালে রসকে হারানো সত্যিই দুর্ভাগ্যজনক। ২০২৫ সালে সীমিত সুযোগে সে টি-টোয়েন্টির টপ অর্ডারে নিজের সামর্থ প্রমাণ করেছিল। আমরা তার পারফরম্যান্স দেখার অপেক্ষায় ছিলাম।”
তিনি আরও যোগ করেন, “আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আমরা কয়েকটি নতুন কম্বিনেশন নিয়ে পরীক্ষা করতে চাই। জর্ডান নীল দলে থেকে সেই প্রক্রিয়ায় সহায়তা করবে। আমাদের এমন কিছু খেলোয়াড় আছে যারা টপ অর্ডারে বিকল্প হিসেবে কার্যকর হতে পারে। এতে ব্যাটিং লাইনআপে নমনীয়তা আসবে।”
এছাড়া হোয়াইট উল্লেখ করেন, “বাঁহাতি ব্যাটার বেন ক্যালিটজ মিডল অর্ডারে আসায় আমাদের ব্যাটিংয়ে প্রয়োজনীয় বৈচিত্র্য আসবে। যেটির অভাব আমরা গত কয়েক বছর ধরে টের পেয়েছি। এই সফর তাই গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিচ্ছে, যাতে দেখা যাবে বিভিন্ন খেলোয়াড় ভিন্ন ভিন্ন পরিস্থিতি ও কন্ডিশনে কেমন মানিয়ে নিতে পারে।”
আয়ারল্যান্ড তাদের বাংলাদেশ সফর শুরু করবে ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট দিয়ে। দ্বিতীয় টেস্ট হবে ১৯ নভেম্বর মিরপুরে। এরপর দুই দল মুখোমুখি হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। যা শুরু হবে ২৭ নভেম্বর।
ঢাকা/আমিনুল
Voice24 Admin 












