পুলিশ জানায়, পরশুরামের দক্ষিণ কোলাপাড়ার ৪৬ বছর বয়সী এক নারীকে মারধর ও উত্ত্যক্তের অভিযোগ উঠেছিল প্রতিবেশী দুজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী গতকাল বৃহস্পতিবার সকালে থানায় লিখিত অভিযোগ দেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন একই এলাকার ফারুক মজুমদারের ছেলে এমাম হোসেন (২৮) ও রাজীব মজুমদার।
অভিযোগ পাওয়ার পর আজ সকালে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে উভয় পক্ষকেই ডাকা হয়। দুই পক্ষের বক্তব্য শুনে ফেরার পথে অতর্কিত হামলা হয় বলে অভিযোগ পুলিশের। এতে পুলিশ সদস্যদের হাতে, পিঠে ও মাথায় জখম হয়েছে। এ হামলায় ফারুক মজুমদার ও তাঁর দুই ছেলে অংশ নেন। হামলার পরপরই তাঁরা এলাকা ছেড়েছেন।
Voice24 Admin 





