প্রিমিয়ার ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ ইমরান ইকবালের ৩৬ কোটি ২০ লাখ ৪৪ হাজার ৫০ টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই আদেশ দেন।
ইমরান ইকবাল প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবালের ছেলে। অবরুদ্ধ করা শেয়ারের মধ্যে রয়েছে তাঁর ১০টি প্রতিষ্ঠানের মোট ৩২ লাখ ২৪ হাজার ৫০০টি শেয়ার।
দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করেছেন।
Voice24 Admin 





