অবরোধে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাকিম আহম্মেদ অসুস্থ হয়ে পড়েন। আন্দোলনকারীরা জানান, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা এবং স্লোগান দেওয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।
গত বুধবার থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তাঁদের মূল দাবি, আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী প্রকল্পে’র আওতায় থাকা শিক্ষার্থীদের সাধারণ আবাসন বৃত্তি নীতিমালার অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে তাঁরা আবাসন বৃত্তিকে ‘মেধাভিত্তিক’ না করে ‘প্রয়োজনভিত্তিক’ করার এবং এ জন্য আরোপিত ৭০ শতাংশ উপস্থিতি ও সিজিপিএ-নির্ভর শর্ত বাতিলের দাবি জানান।
Voice24 Admin 





