১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ২ ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৩ Time View

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ১৮ ডিসেম্বর ২০২৫  

জেলা প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুইটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মেসার্স এম এম এল ব্রিক্স এবং মেসার্স এস এ আর ব্রিক্স ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। এ সময় ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফায়ার সার্ভিস সদস্যরা ভাটায় প্রস্তুত কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করে দেন।

বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাদের ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাহমিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী বলেন, ‘‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বোদা পৌরসভা এলাকায় গড়ে ওঠা দুইটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়েছে। পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় আইনানুগ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ভাটাগুলো পরিচালিত হয়ে আসছিল, যা পরিবেশ দূষণসহ ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’’

ঢাকা/নাঈম/রাজীব

ট্যাগঃ

টিভিতে আজকের খেলা (২২ ডিসেম্বর, ২০২৫)

পঞ্চগড়ে ২ ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন

সময়ঃ ১২:০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ১৮ ডিসেম্বর ২০২৫  

জেলা প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুইটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মেসার্স এম এম এল ব্রিক্স এবং মেসার্স এস এ আর ব্রিক্স ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। এ সময় ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফায়ার সার্ভিস সদস্যরা ভাটায় প্রস্তুত কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করে দেন।

বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাদের ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাহমিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী বলেন, ‘‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বোদা পৌরসভা এলাকায় গড়ে ওঠা দুইটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়েছে। পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় আইনানুগ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ভাটাগুলো পরিচালিত হয়ে আসছিল, যা পরিবেশ দূষণসহ ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’’

ঢাকা/নাঈম/রাজীব