ভবিষ্যতে আবার জুটি?
ভবিষ্যতে আবার আরেফিন শুভর সঙ্গে কাজ করবেন কি না—এমন প্রশ্নে বিন্দু স্পষ্ট করেন, সুযোগ এলে তাঁর আগ্রহ আছে। সবকিছু অনুকূলে থাকলে আবারও শুভর সঙ্গে কাজ করতে চান তিনি।
দীর্ঘ নীরবতার পর পডকাস্টে বিন্দুর এই খোলামেলা উপস্থিতি তাই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে—ফিরবেন কি না নিয়মিত অভিনয়ে, সেই অপেক্ষাতেই এখন দর্শক।
Voice24 Admin 





