বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে সোমবার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন এলাকায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় কংগ্রেস, নাস্তিক মঞ্চ এবং বিজেপি।
দুপুরে জাতীয় কংগ্রেস একটি বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে মিছিলকারীরা পার্ক সার্কাস এলাকার বাংলাদেশ উপহাইকমিশনের দিকে গেলে পুলিশ মিছিল আটকিয়ে বেকবাগানের মুখে থামায়। সেখানে কংগ্রেসের মিছিলকারীরা স্লোগান দেয় এবং প্রতিবাদ জানায়। পরে কংগ্রেসের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল উপহাইকমিশনে গিয়ে অভিযোগ পেশ করে। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন কংগ্রেস নেতা তারক পাল, মানস সরকার, কৃষ্ণা দেবনাথ, তপন আগরওয়াল ও আজমল খান। এর আগে নাস্তিক মঞ্চের দুই সদস্যও উপহাইকমিশনে গিয়ে প্রতিবাদ জানান। তাঁদের মধ্যে ছিলেন সাধন বিশ্বাস ও তপন দত্ত।
Voice24 Admin 





