প্রকাশিত: ১৭:৫৩, ২৪ ডিসেম্বর ২০২৫ আপডেট: ১৭:৫৪, ২৪ ডিসেম্বর ২০২৫
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সাধারণ ক্যাডারের ১ হাজার ৩৬৭ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৭৩৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্যান্য নির্দেশনা কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd-এ পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যুক্তিসঙ্গত কারণে প্রয়োজন হলে কমিশন প্রকাশিত সূচিতে সংশোধন আনার অধিকার সংরক্ষণ করে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বলে বুধবার (২৪ ডিসেম্বর) সরকারের এক তথ্যবিবরণীতে বলা হয়েছে।
ঢাকা/এএএম/রফিক
Voice24 Admin 





