কুমিল্লায় সাবেক এমপির বাড়ির পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার,
,
দেবিদ্বার
থানার
পুলিশ
জানায়,
স্থানীয়
এলাহাবাদ
ইউনিয়নের
গৌরসার
গ্রামে
মুক্তিযোদ্ধা
ক্যাপ্টেন
সুজাত
আলীর
পরিত্যাক্ত
বাড়ির
কাছে
লাশটি
পাওয়া
যায়।
স্থানীয়রা
জানান,
সকালে
এক
প্রতিবেশী
জঙ্গলে
লাশটি
দেখতে
পেয়ে
পুলিশকে
খবর
দেন।
কুমিল্লার
দেবিদ্বার
উপজেলায়
সাবেক
সংসদ
সদস্যের
একটি
পরিত্যক্ত
বাড়ির
পাশের
জঙ্গল
থেকে
আজ
সকালে
এক
অজ্ঞাত
নারীর
লাশ
উদ্ধার
করেছে
পুলিশ।
দেবিদ্বার
থানার
উপ-পরিদর্শক
(এসআই)
মাজহারুল
ইসলাম
জানান,
সিআইডি,
পিবিআই
ও
নারী
পুলিশকে
খবর
দেওয়া
হয়েছে।
তারা
ঘটনাস্থলে
এসে
সুরতহাল
প্রতিবেদন
তৈরি
করে
প্রয়োজনীয়
ব্যবস্থা
নেবেন।
পুলিশের
প্রাথমিক
ধারণা,
আনুমানিক
৪০
বছর
বয়সী
ওই
নারীকে
হত্যার
পর
দুই
দিন
আগে
সেখানে
ফেলে
রাখা
হয়েছে।
লাশটি
অর্ধগলিত
অবস্থায়
উদ্ধার
করা
হয়েছে।
মুখমণ্ডলে
পচন
ধরায়
চেহারা
চেনা
যাচ্ছে
না।
তবে
পেটের
অংশ
ফোলা
থাকায়
ধারণা
করা
হচ্ছে,
তিনি
গর্ভবতী
ছিলেন।
স্থানীয়দের
ভাষ্য,
নির্জন
এলাকা
হওয়ায়
সেখানে
সাধারণ
মানুষের
চলাচল
কম।
রাতে
মাদকসেবী
ও
অপরাধীদের
আনাগোনা
দেখা
যায়।
Voice24 Admin 






