রোমাঞ্চকর ম্যাচে সাকিবদের হারিয়ে ফাইনালে রংপুর রাইডার্স, ,
জয়ের
জন্য
শেষ
১২
বলে
দুবাই
ক্যাপিটালসের
দরকার
ছিল
২৮
রান।
লক্ষ্যটা
খুব
সহজ
নয়।
তবে
আজমতউল্লাহ
ওমরজাইয়ের
প্রথম
চার
বল
থেকেই
১৮
রান
নিয়ে
ফেলেন
কায়েস
আহমেদ,
সঙ্গে
যোগ
হয়
একটি
ওয়াইডের
রান।
রংপুর
রাইডার্সের
বিপক্ষে
জয়ের
জন্য
দুবাইয়ের
সমীকরণ
নেমে
আসে
৮
বলে
৯
রান
দরকারে।
বোলিংয়ে
এক
আফগান,
ব্যাটিংয়ে
আরেক
আফগান।
ওমরজাইয়ের
পঞ্চম
বলে
দৃশ্যপটে
আসেন
আরেক
আফগান
ইবরাহিম
জাদরান।
এবার
ওমরজাইকে
আবার
তুলে
মারতে
গিয়ে
জাদরানের
হাতে
ক্যাচ
দেন
কায়েস।
দুবাইয়ের
হাতে
ছিল
আর
এক
উইকেট।
পরের
ওভারের
দ্বিতীয়
বলে
ওই
জাদরানের
হাতে
ক্যাচ
তোলেন
শেষ
ব্যাটসম্যান
ডমিনিক
ড্রেকসও।
রোমাঞ্চকর
সমাপ্তিতে
রংপুর
রাইডার্স
ম্যাচ
জিতে
নেয়
৮
রানে।
আজ
দুবাই
ক্যাপিটালসের
বিপক্ষে
এ
জয়ে
আবারও
গ্লোবাল
সুপার
লিগের
ফাইনালে
জায়গা
করে
নিয়েছে
রংপুর।
বিদায়
নিয়েছে
সাকিব
আল
হাসানের
দল
দুবাই
ক্যাপিটালস।
Powered by WPeMatico