এয়ার কানাডা কর্তৃপক্ষের সঙ্গে প্রতিষ্ঠানটির ক্রুদের বেতন বাড়ানোর দাবি নিয়ে চলা বিরোধের অবসান ঘটেছে। এর ফলে টানা কয়েকদিনের ধর্মঘট উঠছে। চালু হচ্ছে ফ্লাইট।
দুপক্ষের মধ্যে সম্ভাব্য একটি চুক্তির বিষয়ে ঘোষণা দিয়েছে এয়ার কানাডার ধর্মঘট করা হাজার দশেকের বেশি কেবিন ক্রুর প্রতিনিধিত্বকারী সংগঠন। এয়ার কানাডা কর্তৃপক্ষও চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। তাঁরা বলেছে, স্থানীয় সময় মঙ্গলবার দিনের শেষ দিকে ফ্লাইট চালু হবে।
চুক্তিটি সম্পূর্ণরূপে প্রকাশ করা হয়নি। যদিও সংগঠনটি বলেছে, এ চুক্তি কর্মী ও শিল্পের জন্য ‘রূপান্তরমূলক পরিবর্তন’ আনবে। এখন চুক্তিটি সংগঠনের সদস্যদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
Voice24 Admin 











