মঞ্চে দুই সঞ্চালক সমন্বয় ঘোষ ও শ্রাবণ্য তৌহিদা।
তাঁরা জানালেন, আজীবন সম্মাননা দিয়ে শুরু হচ্ছে পুরস্কার–পর্ব।
সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৪ এর আজীবন সম্মাননা পুরস্কার পেলেন দেশের কিংবদন্তি স্প্রিন্টার মোশারফ হোসেন শামীম।
মঞ্চে মোশারফ হোসেন শামীমকে উত্তরীয় পরিয়ে দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
বাংলাদেশের সাবেক দ্রুততম এই মানব মাইক্রোফোন হাতে শামীম বললেন, ‘জীবন–সায়াহৃে এসে এই পুরস্কার অর্জন করতে পেরেছি, তারা যে আমাকে যোগ্য মনে করেছেন, সেজন্য প্রথম আলোকে ধন্যবাদ।’
Voice24 Admin 





