ভারতের ওয়াও স্কিন সায়েন্সের সহপ্রতিষ্ঠাতা মনীশ চৌধুরী লিংকডইনে দেওয়া ভিডিও বার্তায় কৃষক ও স্টার্টআপদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘মেড ইন ইন্ডিয়া’ বা ভারতে তৈরি পণ্য বিশ্বব্যাপী জনপ্রিয় করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি দক্ষিণ কোরিয়ার উদাহরণ টেনে বলেন, তাদের খাদ্য ও সৌন্দর্যপণ্য বিশ্বজুড়ে পরিচিত।
মনীশ চৌধুরী আরও বলেন, ‘ভারতীয়রা হাজার মাইল দূরের পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে যায়, অন্যের ব্র্যান্ড নিয়ে গর্ব করে, অথচ আমাদের নিজস্ব উদ্যোক্তারা দেশে যথাযথ স্বীকৃতি পাচ্ছে না।’
এদিকে ভারতের ড্রাইভইউর সিইও রহম শাস্ত্রী লিংকডইনে লিখেছেন, চীনের মতো ভারতেরও নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম থাকা উচিত।
সত্য হলো, ভারতীয় খুচরা ব্যবসায়ীরা দেশীয় বাজারে বিদেশি ব্র্যান্ড, যেমন স্টারবাক্সের সঙ্গে ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন; কিন্তু বিশ্ববাজারে প্রতিযোগিতা করা এখনো তাদের জন্য চ্যালেঞ্জিং।
ভারতীয় আইটি সেবা প্রতিষ্ঠানগুলো বিশ্ব অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েছে, টিসিএস ও ইনফোসিস বিশ্বের নানা দেশে সফটওয়্যার সরবরাহ করে।
গত রোববার বেঙ্গালুরুতে এক সভায় মোদি ‘স্বয়ংসম্পূর্ণতা’ অর্জনের বিষয়ে বিশেষ আহ্বান জানান। বলেন, ভারতীয় প্রযুক্তি কোম্পানিগুলো বিশ্বের জন্য পণ্য তৈরি করেছে, কিন্তু এখন দেশের প্রয়োজনে আরও অগ্রাধিকার দেওয়ার সময় এসেছে। যদিও তিনি কোনো কোম্পানির নাম উল্লেখ করেননি।