০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ওরস্যালাইন বিশ্বকে বাংলাদেশের উপহার

  • Voice24 Admin
  • Update Time : ১২:১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ৫৪৮ Time View

আইসিডিডিআরবি অর্থাৎ সাবেক কলেরা হাসপাতাল বছরে দুই লাখের বেশি ডায়রিয়া রোগীর চিকিৎসা দেয়। এসব রোগী দেখে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক তাহমিদ আহমেদ বলেন, ওরস্যালাইন যে একটি ওষুধ, তা অনেকে জানে না। সব ওষুধের পরিমাণ আছে। কিন্তু এই স্যালাইনের ক্ষেত্রে অনেকে তা মানে না। ওরস্যালাইন ডায়রিয়া হলে পানিশূন্যতা প্রতিরোধ করে, চিকিৎসা দেয়।

গোলটেবিলে সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দীন খান একটি উপস্থাপনা তুলে ধরেন। এতে তিনি ওরস্যালাইন কীভাবে জীবন রক্ষাকারী হয়ে উঠল, সে ইতিহাস উল্লেখ করেন। আইসিডিডিআরবি, সরকারের পৃষ্ঠপোষকতা এবং মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর ক্ষেত্রে ব্র্যাকের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ওরস্যালাইন এখন বাড়ির পাশে ছোট্ট দোকানেও পাওয়া যায়, যার দাম মাত্র ৬ টাকা। এসএমসির এই ওরস্যালাইন এখন দেশের অন্যতম সেরা ব্র্যান্ড হয়ে উঠেছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কাজী মহিউল ইসলাম বলেন, এখানে অর্জন আছে। কিন্তু এখনো কিছু জায়গায় কাজ করতে হবে। ওরস্যালাইন ঘরে বানানোর ক্ষেত্রে, খাওয়ার পরিমাণের ক্ষেত্রে সমস্যা চিহ্নিত করে কাজ করতে হবে। সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অনেক বড় অবকাঠামো রয়েছে। তাদের মাধ্যমে যারা পেছনে পড়ে আছে এবং সচেতনতার জন্য তাদের কাছে বার্তা পৌঁছাতে হবে।

ট্যাগঃ

ওরস্যালাইন বিশ্বকে বাংলাদেশের উপহার

Update Time : ১২:১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

আইসিডিডিআরবি অর্থাৎ সাবেক কলেরা হাসপাতাল বছরে দুই লাখের বেশি ডায়রিয়া রোগীর চিকিৎসা দেয়। এসব রোগী দেখে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক তাহমিদ আহমেদ বলেন, ওরস্যালাইন যে একটি ওষুধ, তা অনেকে জানে না। সব ওষুধের পরিমাণ আছে। কিন্তু এই স্যালাইনের ক্ষেত্রে অনেকে তা মানে না। ওরস্যালাইন ডায়রিয়া হলে পানিশূন্যতা প্রতিরোধ করে, চিকিৎসা দেয়।

গোলটেবিলে সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দীন খান একটি উপস্থাপনা তুলে ধরেন। এতে তিনি ওরস্যালাইন কীভাবে জীবন রক্ষাকারী হয়ে উঠল, সে ইতিহাস উল্লেখ করেন। আইসিডিডিআরবি, সরকারের পৃষ্ঠপোষকতা এবং মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর ক্ষেত্রে ব্র্যাকের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ওরস্যালাইন এখন বাড়ির পাশে ছোট্ট দোকানেও পাওয়া যায়, যার দাম মাত্র ৬ টাকা। এসএমসির এই ওরস্যালাইন এখন দেশের অন্যতম সেরা ব্র্যান্ড হয়ে উঠেছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কাজী মহিউল ইসলাম বলেন, এখানে অর্জন আছে। কিন্তু এখনো কিছু জায়গায় কাজ করতে হবে। ওরস্যালাইন ঘরে বানানোর ক্ষেত্রে, খাওয়ার পরিমাণের ক্ষেত্রে সমস্যা চিহ্নিত করে কাজ করতে হবে। সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অনেক বড় অবকাঠামো রয়েছে। তাদের মাধ্যমে যারা পেছনে পড়ে আছে এবং সচেতনতার জন্য তাদের কাছে বার্তা পৌঁছাতে হবে।