একই বিপণিবিতানের আরেক বিক্রয়কর্মী জানান, ক্রেতাদের মধ্যে বর্তমানে ত্বকের যত্ন বিষয়ে সচেতনতা বেড়েছে। এখন অনেকেই সানস্ক্রিনের খোঁজ করেন, কেনার পরিমাণও বেড়েছে।
তবে এখনো বাজারে প্রচলিত বিদেশি ব্র্যান্ডগুলোর সানস্ক্রিনের যে দাম, সেটি বেশির ভাগ ক্রেতার নাগালের বাইরে বলেই জানান তিনি।
ঐতিহাসিকভাবে গ্রামবাংলার কৃষকেরা রোদ থেকে বাঁচতে মাথায় ‘মাথাল’ পরতেন। শহরে অনেককেই এখন ঘরের বাইরে বের হলে ছাতা ব্যবহার করতে দেখা যায়। তবে দৈনন্দিন কাজে বের হওয়া অনেকের পক্ষেই দিনের একটি বড় সময় ছাতা ব্যবহার করা সম্ভব হয় না। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অন্যান্য পরিবেশগত কারণে বাংলাদেশের গড় তাপমাত্রা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে রোদের তীব্রতা এবং রোদে অতিবেগুনি রশ্মির পরিমাণও। তাই সাধারণ মানুষের মধ্যে সূর্যের অতিবেগুনি রশ্মির ফলে সৃষ্ট সমস্যা নিয়ে যেমন সচেতনতা প্রয়োজন, তেমনি প্রয়োজন ত্বকের সুরক্ষায় ব্যবহার্য পণ্যের সহজলভ্যতা এবং সুলভ মূল্যে প্রাপ্তির ব্যবস্থাও।
Voice24 Admin 











