০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রতিবাদে তিন জেলায় মানববন্ধন

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৬ Time View

আজ বেলা ১১টায় দিকে সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাব মানববন্ধনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি উগ্র গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে মব সৃষ্টি করে গণমাধ্যমের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ করে যাচ্ছে। অথচ সরকার অপরাধীদের গ্রেপ্তার না করে শুধু বিবৃতি দিয়েই দায় সারছে। এটি হতে পারে না। চব্বিশের অভ্যুত্থান এ জন্য হয়নি। অভ্যুত্থান হয়েছিল একটি সুন্দর, সুষ্ঠু ও নিরাপদ বাংলাদেশের জন্য। যেখানে সবাই মতামত ব্যক্ত করতে পারবেন, স্বাধীনভাবে কথা বলতে পারবেন, নিরাপদে থাকতে পারবেন।

বক্তারা আরও বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা চালিয়েই ক্ষ্যান্ত হয়নি, ওই গোষ্ঠী বাঙালি সংস্কৃতির অংশ ছায়ানট ও উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে। মানববন্ধন থেকে এসব হামলার নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, অর্থসম্পাদক শেখ ফরিদ আহমেদ, সাংবাদিক রঘুনাথ খাঁ, এস এম জিন্নাহ, গাজী ফরহাদ, এস এম বিপ্লব হোসেন, জি এম সোহরাব হোসাইন, জামাল উদ্দিন, বরুন ব্যানার্জি, হোসেন আলী, সাতক্ষীরায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন।

ট্যাগঃ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রতিবাদে তিন জেলায় মানববন্ধন

সময়ঃ ১২:০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

আজ বেলা ১১টায় দিকে সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাব মানববন্ধনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি উগ্র গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে মব সৃষ্টি করে গণমাধ্যমের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ করে যাচ্ছে। অথচ সরকার অপরাধীদের গ্রেপ্তার না করে শুধু বিবৃতি দিয়েই দায় সারছে। এটি হতে পারে না। চব্বিশের অভ্যুত্থান এ জন্য হয়নি। অভ্যুত্থান হয়েছিল একটি সুন্দর, সুষ্ঠু ও নিরাপদ বাংলাদেশের জন্য। যেখানে সবাই মতামত ব্যক্ত করতে পারবেন, স্বাধীনভাবে কথা বলতে পারবেন, নিরাপদে থাকতে পারবেন।

বক্তারা আরও বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা চালিয়েই ক্ষ্যান্ত হয়নি, ওই গোষ্ঠী বাঙালি সংস্কৃতির অংশ ছায়ানট ও উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে। মানববন্ধন থেকে এসব হামলার নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, অর্থসম্পাদক শেখ ফরিদ আহমেদ, সাংবাদিক রঘুনাথ খাঁ, এস এম জিন্নাহ, গাজী ফরহাদ, এস এম বিপ্লব হোসেন, জি এম সোহরাব হোসাইন, জামাল উদ্দিন, বরুন ব্যানার্জি, হোসেন আলী, সাতক্ষীরায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন।