১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি’ বলার তাৎপর্য

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৫৫৭ Time View

আজকের যুগে কুফর কেবল মুখের অবিশ্বাস নয়, বরং তা নানা আকারে আসে। যেমন:

  • ধর্মকে উপহাস করা,

  • পাপকে স্বাভাবিক মনে করা,

  • আল্লাহর বিধান অমান্য করে আধুনিকতার নামে গাফেল হওয়া।

এই সময় এ দোয়া প্রতিটি মুমিনের জন্য আত্মরক্ষার ঢালস্বরূপ। মনোবিজ্ঞানীরাও বলেন,  বিশ্বাসী মানুষরা জীবনের কষ্টে অধিক মানসিক স্থিতিশীল থাকে, কারণ তারা আশ্রয় খোঁজে এক উচ্চতর সত্তার কাছে। (Harold G. Koenig, Handbook of Religion and Health, Oxford University Press, 2012, পৃ. ১৮–২০)

“আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি”, এই সংক্ষিপ্ত অথচ গভীর দোয়া প্রতিটি মুসলমানের জন্য দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। এটি কেবল অবিশ্বাস থেকে নয়, বরং আল্লাহর ইচ্ছায় সেই মানসিকতা থেকেও রক্ষা করবে, যা মানুষকে ধীরে ধীরে ইমান থেকে দূরে সরিয়ে দেয়।

আসুন আমরা প্রতিদিন এই দোয়া পড়ি, যেন আল্লাহ আমাদের ইমান অটুট রাখেন, কুফর ও হতাশা থেকে রক্ষা করেন, এবং দুনিয়া ও আখেরাতে নিরাপত্তা দান করেন।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি’ বলার তাৎপর্য

সময়ঃ ১২:০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

আজকের যুগে কুফর কেবল মুখের অবিশ্বাস নয়, বরং তা নানা আকারে আসে। যেমন:

  • ধর্মকে উপহাস করা,

  • পাপকে স্বাভাবিক মনে করা,

  • আল্লাহর বিধান অমান্য করে আধুনিকতার নামে গাফেল হওয়া।

এই সময় এ দোয়া প্রতিটি মুমিনের জন্য আত্মরক্ষার ঢালস্বরূপ। মনোবিজ্ঞানীরাও বলেন,  বিশ্বাসী মানুষরা জীবনের কষ্টে অধিক মানসিক স্থিতিশীল থাকে, কারণ তারা আশ্রয় খোঁজে এক উচ্চতর সত্তার কাছে। (Harold G. Koenig, Handbook of Religion and Health, Oxford University Press, 2012, পৃ. ১৮–২০)

“আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি”, এই সংক্ষিপ্ত অথচ গভীর দোয়া প্রতিটি মুসলমানের জন্য দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। এটি কেবল অবিশ্বাস থেকে নয়, বরং আল্লাহর ইচ্ছায় সেই মানসিকতা থেকেও রক্ষা করবে, যা মানুষকে ধীরে ধীরে ইমান থেকে দূরে সরিয়ে দেয়।

আসুন আমরা প্রতিদিন এই দোয়া পড়ি, যেন আল্লাহ আমাদের ইমান অটুট রাখেন, কুফর ও হতাশা থেকে রক্ষা করেন, এবং দুনিয়া ও আখেরাতে নিরাপত্তা দান করেন।