মামুনসিয়া গ্রামের বাসিন্দা কামাল হোসেন বলেন, ঘটনাটির বিচার একসময় তাঁরা করেছিলেন। সে সময় মোহাম্মদ আলী কোনোভাবেই ফরিদা খাতুনকে মেনে নিতে চাননি। যে কারণে তাঁরা ফরিদাকে ঘরে তুলে দিতে পারেননি।
মোহাম্মদ আলীর বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে তিনি জানান, তিনি আদালতে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে কথা হয়েছে, তাঁরা মামলা তুলে নেবেন। তিনিও তাঁদের স্বীকৃতি দিয়েছেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী আশরাফুল আলম জানিয়েছেন, তাঁরা আদালতে ডিএনএ পরীক্ষার আবেদন করলে বিবাদীপক্ষ নানা অজুহাতে টালবাহানা করে। একপর্যায়ে মোহাম্মদ আলী আদালতে স্ত্রী-সন্তানের স্বীকৃতি দেওয়ার কথা জানান।
Voice24 Admin 





