বাটারফ্লাই গ্রুপ ও এলজির অংশীদারত্ব কেবল পণ্যের সরবরাহ নয়, বরং এটি একটি প্রযুক্তিনির্ভর কৌশলগত সহযোগিতা। এলজির বিশ্বমানের প্রযুক্তি ও উদ্ভাবনশক্তিকে বাটারফ্লাই দক্ষতার সঙ্গে স্থানীয় বাজারে বাস্তবায়ন করছে—উৎপাদন, বিপণন ও গ্রাহকসেবার প্রতিটি ধাপে। যৌথভাবে তাঁরা কাজ করছে স্মার্ট হোম সলিউশন, এনার্জি-এফিশিয়েন্ট প্রযুক্তি ও টেকনোলজি ট্রান্সফারকে আরও এগিয়ে নিতে।
বাটারফ্লাই গ্রুপের সেলস ডিরেক্টর মকবুল্লাহ হুদা চৌধুরী বলেন, ‘এলজির শীর্ষ কর্মকর্তাদের এই সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ়তা এনে দিয়েছে এবং ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনে একসঙ্গে কাজ করার পথ উন্মুক্ত করেছে।’