এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার রাতে রাশিয়া ব্যাপক হামলা চালায়। বৃহস্পতিবার সকালে ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। হামলায় শিশুসহ অন্তত চারজন নিহত হন। আহত হন আরও ২২ জন। শহরের বেশ কয়েকটি এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, হামলায় নিহতের সংখ্যা চার। কিয়েভের বিভিন্ন এলাকায় হামলা হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেছেন, আহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে।