যমুনা নদীর কোলঘেঁষা বগুড়ার সারিয়াকান্দি উপজেলা। নদীর ভাঙন থেকে রক্ষায় নির্মাণ করা হয়েছে বাঁধ। সেখান থেকে একটু অদূরে সাহাপাড়া। বংশপরম্পরায় বেশ কয়েক ঘর সনাতন ধর্মাবলম্বী সেখানে বসবাস করেন। সাহাপাড়ার নারীরা বছরের এই সময়ে কুমড়া বড়ি তৈরি করেন। শীতকালের মজার খাবার কুমড়া বড়ি। তরকারির সঙ্গে মেশালে স্বাদ বেড়ে যায়। এ কারণে কুমড়া বড়ির চাহিদাও বেশ। কুমড়া বড়ি তৈরির প্রধান উপকরণ মাষকলাইয়ের ডাল, মাচার কুমড়া, কালিজিরা ও মসলা। প্রথমে বাজার থেকে কালিজিরা কিনে তা রোদে শুকিয়ে জাঁতায় পিষে ঝাড়া দেওয়া হয়। এরপর পানিতে সব উপাদান মিশিয়ে কুমড়া বড়ি বানিয়ে রোদে শুকাতে দেওয়া হয়। ছবিতে কুমড়া বড়ি প্রস্তুতের কয়েকটি পর্যায়:
০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর:
সাহাপাড়ার কুমড়া বড়ি
-
Voice24 Admin - সময়ঃ ১২:০০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- ৫৫৭ Time View
ট্যাগঃ
জনপ্রিয় খবর






