০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তাড়াহুড়ায় ছাদ বিদ্যুৎ প্রকল্পের কেনাকাটায় অনিয়ম হতে পারে: সিপিডি

  • Voice24 Admin
  • Update Time : ১২:০৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৫৪১ Time View

ছাদ বিদ্যুৎ প্রকল্প ভালো উদ্যোগ হলেও এটিকে সতর্কভাবে স্বাগত জানিয়েছেন সিপিডির জ্যেষ্ঠ গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, এর আগে বাসাবাড়িতে লোকদেখানো সৌরবিদ্যুৎ বসানো হয়েছে। এতে সৌরবিদ্যুৎ নিয়ে একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। সে জায়গায় যেন বর্তমান কর্মসূচি না যায়, তাই সতর্ক থাকতে হবে।

খন্দকার গোলাম মোয়াজ্জেম আরও বলেন, ২০২৫–এর ডিসেম্বরের মধ্যে তিন হাজার মেগাওয়াট স্থাপন করতে চায় সরকার। তারা হয়তো তাদের মেয়াদের মধ্যে এটি করে দেখাতে তাড়াহুড়া করছে। যদিও এটি দীর্ঘমেয়াদি প্রকল্প। দ্রুত করতে গেলে নানা সমস্যা হতে পারে। সরকারের ক্রয় প্রক্রিয়ায় ত্রুটি দেখা দিতে পারে। ক্রয় প্রক্রিয়া নয়ছয় করে কারও পকেট ভারী যেন না হয়, সেটি খেয়াল রাখতে হবে।

বিএসআরইএ সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, সাহসী ও উচ্চাভিলাষী উদ্যোগ। অতীতের মতো যাতে ধ্বংস না হয়, সতর্ক থাকা জরুরি। তাড়াহুড়া করে ছয় মাসের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে অনেক ভুঁইফোড় কোম্পানি কাজ নিতে পারে।

ট্যাগঃ

তাড়াহুড়ায় ছাদ বিদ্যুৎ প্রকল্পের কেনাকাটায় অনিয়ম হতে পারে: সিপিডি

Update Time : ১২:০৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

ছাদ বিদ্যুৎ প্রকল্প ভালো উদ্যোগ হলেও এটিকে সতর্কভাবে স্বাগত জানিয়েছেন সিপিডির জ্যেষ্ঠ গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, এর আগে বাসাবাড়িতে লোকদেখানো সৌরবিদ্যুৎ বসানো হয়েছে। এতে সৌরবিদ্যুৎ নিয়ে একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। সে জায়গায় যেন বর্তমান কর্মসূচি না যায়, তাই সতর্ক থাকতে হবে।

খন্দকার গোলাম মোয়াজ্জেম আরও বলেন, ২০২৫–এর ডিসেম্বরের মধ্যে তিন হাজার মেগাওয়াট স্থাপন করতে চায় সরকার। তারা হয়তো তাদের মেয়াদের মধ্যে এটি করে দেখাতে তাড়াহুড়া করছে। যদিও এটি দীর্ঘমেয়াদি প্রকল্প। দ্রুত করতে গেলে নানা সমস্যা হতে পারে। সরকারের ক্রয় প্রক্রিয়ায় ত্রুটি দেখা দিতে পারে। ক্রয় প্রক্রিয়া নয়ছয় করে কারও পকেট ভারী যেন না হয়, সেটি খেয়াল রাখতে হবে।

বিএসআরইএ সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, সাহসী ও উচ্চাভিলাষী উদ্যোগ। অতীতের মতো যাতে ধ্বংস না হয়, সতর্ক থাকা জরুরি। তাড়াহুড়া করে ছয় মাসের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে অনেক ভুঁইফোড় কোম্পানি কাজ নিতে পারে।