০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সুরা আর-রহমান: সারকথা ও ফজিলত

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৫৬২ Time View

সুরা আর-রহমান কোরআনের ৫৫তম সুরা। মদিনায় অবতীর্ণ হয়েছে বলে একে মাদানি সুরা বলা হয়। এতে ৭৮টি আয়াত রয়েছে। এই সুরা আল্লাহর অসীম রহমত, তাঁর সৃষ্টির মহিমা এবং মানুষ ও জিনের প্রতি তাঁর অগণিত নিয়ামতের কথা তুলে ধরেছে।

এতে মানুষকে আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং তাঁর শাস্তির বিষয়ে সতর্ক থাকতে উৎসাহিত করা হয়েছে। সুরাটির বারবার পুনরাবৃত্ত আয়াত ‘ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজজিবান’ (তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?) মানুষের অন্তরে গভীর প্রভাব ফেলে।

সুরা আর-রহমানের প্রথম কয়েকটি আয়াত: ১. আর-রহমান, ২. আল্লামাল কোরআন, ৩. খালাকাল ইনসান, ৪. আল্লামাহুল বায়ান ও ৫. আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান।

এর অর্থ: পরম করুণাময়। তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তিনি মানুষ সৃষ্টি করেছেন। তিনি তাঁকে বাক্‌শক্তি শিখিয়েছেন। সূর্য ও চাঁদ নির্দিষ্ট গণনা অনুসারে চলে।

ট্যাগঃ

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক: আলোচনার জন্য আসছেন ব্রেন্ডেন লিঞ্চ

সুরা আর-রহমান: সারকথা ও ফজিলত

সময়ঃ ১২:০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

সুরা আর-রহমান কোরআনের ৫৫তম সুরা। মদিনায় অবতীর্ণ হয়েছে বলে একে মাদানি সুরা বলা হয়। এতে ৭৮টি আয়াত রয়েছে। এই সুরা আল্লাহর অসীম রহমত, তাঁর সৃষ্টির মহিমা এবং মানুষ ও জিনের প্রতি তাঁর অগণিত নিয়ামতের কথা তুলে ধরেছে।

এতে মানুষকে আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং তাঁর শাস্তির বিষয়ে সতর্ক থাকতে উৎসাহিত করা হয়েছে। সুরাটির বারবার পুনরাবৃত্ত আয়াত ‘ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজজিবান’ (তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?) মানুষের অন্তরে গভীর প্রভাব ফেলে।

সুরা আর-রহমানের প্রথম কয়েকটি আয়াত: ১. আর-রহমান, ২. আল্লামাল কোরআন, ৩. খালাকাল ইনসান, ৪. আল্লামাহুল বায়ান ও ৫. আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান।

এর অর্থ: পরম করুণাময়। তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তিনি মানুষ সৃষ্টি করেছেন। তিনি তাঁকে বাক্‌শক্তি শিখিয়েছেন। সূর্য ও চাঁদ নির্দিষ্ট গণনা অনুসারে চলে।