আজ বুধবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস। শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। কয়েক দিন ধরেই ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। আজ অবশ্য গত সোমবারের চেয়ে কম লেনদেন হয়েছে। আজ লেনদেন হয়েছে ৮৮৯ দশমিক ৯৫ কোটি টাকার বেশি। আজ অবশ্য ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকই ছিল নিম্নমুখী।
আজ দাম বেড়েছে ১৫৪টি কোম্পানির শেয়ারের আর দাম কমেছে ১৮৪টি কোম্পানির শেয়ারের। সেই সঙ্গে অপরিবর্তিত আছে ৬২ কোম্পানির শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যানুসারে, আজ ঢাকার শেয়ারবাজারে মূল্যহ্রাসের শীর্ষে আছে ফারইস্ট ইসলামি লাইফ ইনস্যুরেন্স।