মানুষ একা বাঁচতে পারে না। সম্পর্কই তাকে বাঁচিয়ে রাখে। পরিবার, বন্ধু, প্রতিবেশী ও সমাজ—তাদের সম্মিলনেই মানুষের জীবন গড়ে ওঠে। সম্পর্ক জীবনে প্রশান্তি আনে, জীবনের রঙিনতা বাড়ায় এবং চলার পথকে আরও সহজ ও অর্থবহ করে তোলে। তবে সব সম্পর্ক সর্বক্ষণ মসৃণ থাকে না।
কখনো ভুল–বোঝাবুঝি, ক্ষণিকের রাগ বা অযৌক্তিক প্রত্যাশা সম্পর্ককে দুর্বল করে দেয়। তাই এমন পরিস্থিতি এড়াতে আগেভাগেই সচেতন থাকা উচিত।
ইসলামি জীবনদর্শনে এমন কিছু অনুপম নির্দেশনা রয়েছে, যেগুলো অনুসরণ করলে সম্পর্ক গভীর হয়, পারস্পরিক সৌহার্দ্য বজায় থাকে এবং মানুষ আত্মিক ও নৈতিক উৎকর্ষের পথে এগিয়ে যায়।
Voice24 Admin 





