পিটিআই কর্মীরা ঘটনার কিছু ভিডিও এক্সে পোস্ট করেছেন। একটি ভিডিওতে দেখা যায়, আলিমা ও উসমা বোন নওরিনকে ধরে বসে আছেন। তাঁদের চারপাশ ঘিরে আছেন দলীয় কর্মীরা। ভিডিওতেই বোঝা যাচ্ছিল যে নওরিন রীতিমতো কাঁপছেন। তাঁদের ঘিরে রাখা নারী কর্মীরা নওরিনকে সুস্থ ও শান্ত করার চেষ্টা করছেন।
পরে পোস্ট করা আরেকটি ভিডিওতে নওরিনকে বলতে শোনা যায়, নারী পুলিশ কর্মকর্তারা তাঁর চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে জোর করে মাটিতে ফেলে দেয়ন তিনি বলেন, ‘আমি কিছুই বুঝতে পারিনি। এখনো বুঝতে পারছি না, এখানে ঠিক কী ঘটেছে।’
একসময় আলিমা বলে ওঠেন, যখন নওরিনকে মেঝেতে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি প্রায় অচেতন হয়ে পড়েছিলেন। তিনি বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ যে আমরা দেখে ফেলেছিলাম এবং কোনোভাবে তাকে ছাড়িয়ে আনতে পেরেছি।’
আলিমা দৃঢ়কণ্ঠে বলেন, এভাবে তাঁদের ভয় দেখানো যাবে না।
আলিমা আরও অভিযোগ করেন, তাঁকে আর তাঁর বোনদের ইমরানের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয়নি। কারণ ‘আসিম মুনিরের নোটিফিকেশন এখনো স্বাক্ষরিত হয়নি’।
Voice24 Admin 





