স্থায়ী ক্যাম্পাস, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান পরিবর্তন, নিজস্ব বাসসেবা চালু ও ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তর দিকে এই কর্মসূচি হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা-চট্টগ্রামমুখী উভয় লেনে যানজট সৃষ্টি হয়।
এর আগে দুপুর ১২টার দিকে বিক্ষোভকারীরা ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কের অস্থায়ী ক্যাম্পাস থেকে পদযাত্রা বের করেন। পরে তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা ‘ছাত্র আন্দোলন দুর্বার হোক, ভাড়া ক্যাম্পাস শেষ হোক’; ‘স্থায়ী ক্যাম্পাস মানতে হবে, প্রতারণা ভাঙতে হবে’; ‘আজকের সংগ্রাম, আগামী প্রজন্মের অধিকার’ ইত্যাদি স্লোগান দেন। পরে বেলা একটার দিকে মহাসড়ক থেকে সরে যান তাঁরা।