অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, যাত্রাবাড়ী অঞ্চলে প্রায় ৮০ জন মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে, তাদের বিষয়ে সরকারের পদক্ষেপ দেখা যায় না। ২০ জন রিকশাচালক জীবন দিয়েছে, অন্তত ৬ জন শিশু নিহত হয়েছে, ২৫-৩০ হাজার মানুষ আহত হয়েছে, তাদের সুচিকিৎসার ব্যাপারে সরকারের খুব একটা উদ্যোগ দেখা যায় না।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তালেব, রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম, ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নবী উল্লাহ নবী প্রমুখ।