০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মান ও আভিজাত্যের ছোঁয়ায় দেশেই তৈরি হচ্ছে আধুনিক টাইলস

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭৩ Time View

বাংলাদেশের নির্মাণশিল্পে গত কয়েক দশকে এসেছে ব্যাপক পরিবর্তন। একসময় বাড়ি কিংবা বাণিজ্যিক স্থাপনায় সবচেয়ে বেশি দেখা যেত মোজাইকের ব্যবহার। কিন্তু যত দিন যাচ্ছে, মোজাইকের ব্যবহার তত কমে আসছে। আধুনিক যুগে মানুষের রুচি ও জীবনধারার সঙ্গে তাল মিলিয়ে মেঝে ও দেয়ালের সাজে এসেছে বেশ পরিবর্তন। এখন সবাই দৃষ্টিনন্দন ও নান্দনিকভাবেই ঘর সাজাতে চায়। আর এই পরিবর্তনের অনেকটা জুড়েই রয়েছে টাইলস ইন্ডাস্ট্রি।

কারণ, আবাসনের নান্দনিকতায় টাইলস এখন অপরিহার্য হয়ে উঠেছে। ফলে বর্তমান সময়ে টাইলসের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। এখন বাথরুম থেকে রান্নাঘর—সব জায়গার জন্যই পাওয়া যাচ্ছে আলাদা নকশা ও আলাদা ধরনের টাইলস। ড্রয়িংরুমের মেঝে ও দেয়ালের জন্যও আছে বিশেষ টাইলস। অনেকেই এখন ঘরের দেয়াল টেকসই ও সুন্দর করতে সিরামিক টাইলস ব্যবহার করেন। শুধু দেয়াল নয়, ঘরের মেঝে, সিঁড়ি, গাড়ি রাখার স্থান (পার্কিং) কিংবা ফুটপাতেও এখন টাইলস ব্যবহার করা হচ্ছে। ব্যবহারভেদে এসব টাইলসের আকার, আকৃতি ও নকশাতেও রয়েছে নানা বৈচিত্র্য। নতুন প্রজন্ম এখন ঘরের ডিজাইনে খুঁজছে নতুনত্ব ও আভিজাত্য।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

আন্তর্জাতিক মান ও আভিজাত্যের ছোঁয়ায় দেশেই তৈরি হচ্ছে আধুনিক টাইলস

সময়ঃ ১২:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের নির্মাণশিল্পে গত কয়েক দশকে এসেছে ব্যাপক পরিবর্তন। একসময় বাড়ি কিংবা বাণিজ্যিক স্থাপনায় সবচেয়ে বেশি দেখা যেত মোজাইকের ব্যবহার। কিন্তু যত দিন যাচ্ছে, মোজাইকের ব্যবহার তত কমে আসছে। আধুনিক যুগে মানুষের রুচি ও জীবনধারার সঙ্গে তাল মিলিয়ে মেঝে ও দেয়ালের সাজে এসেছে বেশ পরিবর্তন। এখন সবাই দৃষ্টিনন্দন ও নান্দনিকভাবেই ঘর সাজাতে চায়। আর এই পরিবর্তনের অনেকটা জুড়েই রয়েছে টাইলস ইন্ডাস্ট্রি।

কারণ, আবাসনের নান্দনিকতায় টাইলস এখন অপরিহার্য হয়ে উঠেছে। ফলে বর্তমান সময়ে টাইলসের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। এখন বাথরুম থেকে রান্নাঘর—সব জায়গার জন্যই পাওয়া যাচ্ছে আলাদা নকশা ও আলাদা ধরনের টাইলস। ড্রয়িংরুমের মেঝে ও দেয়ালের জন্যও আছে বিশেষ টাইলস। অনেকেই এখন ঘরের দেয়াল টেকসই ও সুন্দর করতে সিরামিক টাইলস ব্যবহার করেন। শুধু দেয়াল নয়, ঘরের মেঝে, সিঁড়ি, গাড়ি রাখার স্থান (পার্কিং) কিংবা ফুটপাতেও এখন টাইলস ব্যবহার করা হচ্ছে। ব্যবহারভেদে এসব টাইলসের আকার, আকৃতি ও নকশাতেও রয়েছে নানা বৈচিত্র্য। নতুন প্রজন্ম এখন ঘরের ডিজাইনে খুঁজছে নতুনত্ব ও আভিজাত্য।