এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী মোছা. মিনা আক্তার বাদী হয়ে ৮ আগস্ট পাকুন্দিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করলে সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয় বলে জানায় পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরগঞ্জ শহরের উজানভাটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের কাছ থেকে অটোরিকশা বিক্রির নগদ ১৮ হাজার টাকা, চোরাই কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং অটোরিকশাটি উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।