পরে এই শব্দকে কেন্দ্র করে এক অসাধারণ সীরাতগ্রন্থ রচিত হয়। লেখক সাফিউর রহমান মুবারকপুরী (১৯৪৩–২০০৬), ভারতের উত্তর প্রদেশের মুবারকপুরে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালে সৌদি আরবের মুসলিম ওয়ার্ল্ড লিগ রাসুলুল্লাহ (সা.)-এর জীবনী নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে। সারা বিশ্ব থেকে প্রায় ১৭০০ বই জমা পড়ে। সবার মধ্যে প্রথম স্থান অর্জন করে ‘আর-রাহীকুল মাখতুম’। (সাফিউর রহমান মুবারকপুরী, আর-রাহীকুল মাখতুম, দারুস সালাম পাবলিশারস, ১৯৭৬)
বইটি এতটাই সহজ, প্রাঞ্জল ও তথ্যসমৃদ্ধ যে এটি পৃথিবীর প্রায় সব প্রধান ভাষায় অনূদিত হয়েছে, বাংলা অনুবাদও ব্যাপকভাবে প্রচলিত।
আজকের অস্থির দুনিয়ায় মানুষ বিশুদ্ধতা খুঁজে বেড়ায়। রাহীকুল মাখতুম যেমন জান্নাতের এক বিশুদ্ধ পানীয়ের প্রতিশ্রুতি, তেমনি নবীজির সীরাতও আমাদের জন্য দুনিয়ায় এক বিশুদ্ধ জীবনের পথনির্দেশ। আর শাইখ মুবারকপুরীর রচিত বইটি আমাদের হাতে তুলে দিয়েছে সেই জীবনের পূর্ণাঙ্গ চিত্র।