স্থানীয় বাসিন্দাদের সূত্র জানায়, দুপুরের দিকে সৈকতে লাশটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানান এক বাসিন্দা। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল এসে লাশটি উদ্ধার করে।
জানতে চাইলে আনোয়ারা বারআউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এখন পর্যন্ত লাশটির পরিচয় জানতে পারেননি। লাশের গায়ের চামড়া খসে গেছে। তাঁর পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
Voice24 Admin 










