০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মুন্নী সাহা ও তার স্বামীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৫৫৭ Time View

সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী মো. কবীর হোসেনের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। 

তিনি বলেন, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য রয়েছে দুদকের কাছে। সেটার সঠিকতা যাচাইয়ের জন্য তাদের প্রতি এ সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়।

আক্তার হোসেন জানান, দুদকের অনুসন্ধানের সময় পাওয়া রেকর্ডপত্র যাচাই করে দেখা যায়, সাংবাদিক মুন্নী সাহার নামে ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত ১ কোটি ৮৫ লাখ ৩২ হাজার ৪০০ টাকার স্থাবর সম্পদ এবং ১১ কোটি ৯৬ লাখ ১৭ হাজার ৭৪৯ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত তার গ্রহণযোগ্য আয় ৩ কোটি ২৪ লাখ ২৩ হাজার ৫১৩ টাকা এবং ব্যয় ২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ২৫৬ টাকার তথ্য পাওয়া যায়। ফলে ব্যয় বাদে তার সঞ্চয় ৭৩ লাখ ৯৩ হাজার ২৫৭ টাকা। অর্থাৎ তার সঞ্চয়ের চেয়ে সম্পদের পরিমাণ ১৩ কোটি ৭ লাখ ৫৬ হাজার ৮৯২ টাকা বেশি। যা জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হিসেবে প্রতীয়মান হয়েছে। 

অপরদিকে মুন্নী সাহার স্বামী মো. কবীর হোসেনের নামে ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত ২ কোটি ১২ লাখ ৪ হাজার ১৩৫ টাকার স্থাবর সম্পদ এবং ১৪ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ২০৫ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। একই অর্থবছর পর্যন্ত তার গ্রহণযোগ্য আয় ৮ কোটি ১৭ লাখ ৪২ হাজার ৭২৫ টাকা। ব্যয় ৮৩ লাখ ৮৬ হাজার ৪০২ টাকা। ব্যয় বাদে সঞ্চয় ৭ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার ৩২৩ টাকা। তার সঞ্চয় অপেক্ষা সম্পদের পরিমাণ ৯ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ১৭ টাকা বেশি। যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।

আক্তার হোসেন জানান, মুন্নী সাহা ও তার স্বামী মো. কবীর হোসেনের নামে অর্জিত সম্পদের পূর্ণাঙ্গ তথ্য এবং এসব সম্পদের আয়ের উৎসের সঠিকতা যাচাইয়ের জন্য দুদক আইনে সম্পদ বিবরণীর আদেশ জারি করা হয়।

ট্যাগঃ

টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৫)

মুন্নী সাহা ও তার স্বামীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি

সময়ঃ ১২:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী মো. কবীর হোসেনের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। 

তিনি বলেন, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য রয়েছে দুদকের কাছে। সেটার সঠিকতা যাচাইয়ের জন্য তাদের প্রতি এ সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়।

আক্তার হোসেন জানান, দুদকের অনুসন্ধানের সময় পাওয়া রেকর্ডপত্র যাচাই করে দেখা যায়, সাংবাদিক মুন্নী সাহার নামে ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত ১ কোটি ৮৫ লাখ ৩২ হাজার ৪০০ টাকার স্থাবর সম্পদ এবং ১১ কোটি ৯৬ লাখ ১৭ হাজার ৭৪৯ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত তার গ্রহণযোগ্য আয় ৩ কোটি ২৪ লাখ ২৩ হাজার ৫১৩ টাকা এবং ব্যয় ২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ২৫৬ টাকার তথ্য পাওয়া যায়। ফলে ব্যয় বাদে তার সঞ্চয় ৭৩ লাখ ৯৩ হাজার ২৫৭ টাকা। অর্থাৎ তার সঞ্চয়ের চেয়ে সম্পদের পরিমাণ ১৩ কোটি ৭ লাখ ৫৬ হাজার ৮৯২ টাকা বেশি। যা জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হিসেবে প্রতীয়মান হয়েছে। 

অপরদিকে মুন্নী সাহার স্বামী মো. কবীর হোসেনের নামে ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত ২ কোটি ১২ লাখ ৪ হাজার ১৩৫ টাকার স্থাবর সম্পদ এবং ১৪ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ২০৫ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। একই অর্থবছর পর্যন্ত তার গ্রহণযোগ্য আয় ৮ কোটি ১৭ লাখ ৪২ হাজার ৭২৫ টাকা। ব্যয় ৮৩ লাখ ৮৬ হাজার ৪০২ টাকা। ব্যয় বাদে সঞ্চয় ৭ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার ৩২৩ টাকা। তার সঞ্চয় অপেক্ষা সম্পদের পরিমাণ ৯ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ১৭ টাকা বেশি। যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।

আক্তার হোসেন জানান, মুন্নী সাহা ও তার স্বামী মো. কবীর হোসেনের নামে অর্জিত সম্পদের পূর্ণাঙ্গ তথ্য এবং এসব সম্পদের আয়ের উৎসের সঠিকতা যাচাইয়ের জন্য দুদক আইনে সম্পদ বিবরণীর আদেশ জারি করা হয়।