১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যেমন সাজবে দুরন্তর নতুন সিজন

  • Voice24 Admin
  • Update Time : ০৬:১৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ৫৪২ Time View

নতুন নতুন অনুষ্ঠান ও কার্টুন সিরিজ নিয়ে শুরু হতে যাচ্ছে দেশের একমাত্র শিশুতোষ চ্যানেল দুরন্ত টিভির ৩২তম সিজন।

৩১টি সফল সিজন শেষে আগামী ২৭ জুলাই থেকে চ্যানেলটি শুরু করতে যাচ্ছে নতুন সিজনের অনুষ্ঠানমালা। এমনটাই জানিয়েছেন দুরন্তর মুখপাত্র মহসিনা আফরোজ।

মহসিনা জানান, এই সিজনে থাকছে ‘আমার ছবি আমার গল্প’ সিজন ৪, তিনটি নতুন কার্টুন সিরিজ ‘জিগি অ্যান্ড দ্য জুট্রাম’ এবং ‘স্কুল অব রোয়ার্স’ ও ‘ল্যাসি’ সিজন ২। 

এর পাশাপাশি প্রচার হবে দুরন্ত টিভির অন্যান্য নিয়মিত অনুষ্ঠান, কার্টুন সিরিজ ও সিনেমা। 

ট্যাগঃ

যেমন সাজবে দুরন্তর নতুন সিজন

Update Time : ০৬:১৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

নতুন নতুন অনুষ্ঠান ও কার্টুন সিরিজ নিয়ে শুরু হতে যাচ্ছে দেশের একমাত্র শিশুতোষ চ্যানেল দুরন্ত টিভির ৩২তম সিজন।

৩১টি সফল সিজন শেষে আগামী ২৭ জুলাই থেকে চ্যানেলটি শুরু করতে যাচ্ছে নতুন সিজনের অনুষ্ঠানমালা। এমনটাই জানিয়েছেন দুরন্তর মুখপাত্র মহসিনা আফরোজ।

মহসিনা জানান, এই সিজনে থাকছে ‘আমার ছবি আমার গল্প’ সিজন ৪, তিনটি নতুন কার্টুন সিরিজ ‘জিগি অ্যান্ড দ্য জুট্রাম’ এবং ‘স্কুল অব রোয়ার্স’ ও ‘ল্যাসি’ সিজন ২। 

এর পাশাপাশি প্রচার হবে দুরন্ত টিভির অন্যান্য নিয়মিত অনুষ্ঠান, কার্টুন সিরিজ ও সিনেমা।