০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঘুষ না পেয়ে ফাঁসানোর ঘটনায় ২ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা 

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৫৫৬ Time View

চট্টগ্রাম: দুই লাখ টাকা না পেয়ে এক ব্যক্তিকে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে মামলাটি করেন নগরের ডবলমুরিং এলাকার সাবিনা আক্তার নামে এক গার্মেন্টস শ্রমিক।

মামলায় অভিযুক্তরা হলেন, গোয়েন্দা বন্দর বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আজাদ।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আফজাল হোসেন বাংলানিউজকে বলেন, দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন করা হলে বাদীর জবানবন্দি নেন আদালত।

মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)কে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২২ জুলাই বাদীর ভাই জাকির হোসেনকে ডিবি পুলিশ ধরে নিয়ে যায়। পরে তার কাছে দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অপারগতা জানালে তাকে মারধর করা হয়।

খবর পেয়ে বাদী মনসুরাবাদ ডিবি কার্যালয়ে গেলে অভিযুক্তরা জানান, জাকিরের কাছ থেকে তিন হাজার ইয়াবা পাওয়া গেছে। এক লাখ টাকা দিলে ৪০০ ইয়াবা দিয়ে মামলা দেওয়া হবে, আর দুই লাখ টাকা দিলে ছেড়ে দেওয়া হবে। টাকা না পেয়ে পরদিন ২৩ জুলাই নগরের ডবলমুরিং থানায় ৪০০ ইয়াবা উদ্ধার দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

ঘুষ না পেয়ে ফাঁসানোর ঘটনায় ২ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা 

সময়ঃ ১২:০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

চট্টগ্রাম: দুই লাখ টাকা না পেয়ে এক ব্যক্তিকে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে মামলাটি করেন নগরের ডবলমুরিং এলাকার সাবিনা আক্তার নামে এক গার্মেন্টস শ্রমিক।

মামলায় অভিযুক্তরা হলেন, গোয়েন্দা বন্দর বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আজাদ।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আফজাল হোসেন বাংলানিউজকে বলেন, দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন করা হলে বাদীর জবানবন্দি নেন আদালত।

মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)কে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২২ জুলাই বাদীর ভাই জাকির হোসেনকে ডিবি পুলিশ ধরে নিয়ে যায়। পরে তার কাছে দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অপারগতা জানালে তাকে মারধর করা হয়।

খবর পেয়ে বাদী মনসুরাবাদ ডিবি কার্যালয়ে গেলে অভিযুক্তরা জানান, জাকিরের কাছ থেকে তিন হাজার ইয়াবা পাওয়া গেছে। এক লাখ টাকা দিলে ৪০০ ইয়াবা দিয়ে মামলা দেওয়া হবে, আর দুই লাখ টাকা দিলে ছেড়ে দেওয়া হবে। টাকা না পেয়ে পরদিন ২৩ জুলাই নগরের ডবলমুরিং থানায় ৪০০ ইয়াবা উদ্ধার দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।