কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৫৮, ১২ আগস্ট ২০২৫ আপডেট: ২২:৫৯, ১২ আগস্ট ২০২৫
আহত মৃত রমজান মন্ডলের ছেলে আমানুজ্জামান
কুষ্টিয়ার দৌলতপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সুমন হোসেন (২০) নামের এক যুবকের বিরুদ্ধে।
সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের পঁচামাদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে আমানুজ্জামানের (৪৫) দোকানে প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন হোসেন বাকিতে সিগারেট নিতে যান। কিন্তু দোকানি তা দিতে অস্বীকৃতি জানিয়ে পূর্বের বকেয়া টাকা পরিশোধের কথা বলেন।
এনিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে সুমন প্রথমে দেশীয় অস্ত্র দিয়ে দোকানিকে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হন। পরে হঠাৎ দোকানির ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেন। স্থানীয়রা গুরুতর আহত আমানুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে আহতের বড় ভাই নাজমুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগে তিনি বলেন, “সোমবার (১১ আগস্ট) সকালে আমার ছোট ভাইয়ের দোকানে সুমন এসে বাকিতে সিগারেট চাইলে সে দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন আমার ভাইয়ের ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেন। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।”
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে পুলিশ কাজ করছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/কাঞ্চন/মেহেদী