গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৫৫, ১৩ আগস্ট ২০২৫ আপডেট: ১৮:০২, ১৩ আগস্ট ২০২৫
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গুলিবিদ্ধ ওয়াসিম মিয়া ও সেলিনা বেগম
গাইবান্ধার সাদুল্যাপুরে বাকিতে পণ্য না দেওয়ায় এক যুবক গুলি করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে দোকানদারসহ তার ভাবি গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
আহতরা হলেন- ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চকদাড়িয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে ওয়াসিম মিয়া (৩৮) ও তার ভাবি সেলিনা বেগম (৩৫)। অভিযুক্ত গোলাপ মিয়া (২৫) নাপিতের বাজার এলাকার তয়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মাদকাসক্ত গোলাপ মিয়া বাড়ির পাশের দোকানে গিয়ে বাকিতে পণ্য চান। দোকানদার ওয়াসিম মিয়া এতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গোলাপ মিয়া বাড়ি গিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে গুলি করেন। এতে দোকানদার ওয়াসিম মিয়াসহ তার ভাবি সেলিনা বেগম গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার বলেন, ‘‘কী ধরণের আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার না করা পর্যন্ত বলা যাচ্ছে না। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।’’
গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিফুর রহমান বলেন, ‘‘দুপুরের পরে এক পুরুষ ও এক নারী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। এর মধ্যে, পুরুষের অণ্ডকোষের নিচে ও নারীর উরুতে গুলি লেগেছে। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে, তারা দুজনই এখন শঙ্কামুক্ত।’’
ঢাকা/মাসুম/রাজীব