১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় কঠোর শাস্তি চেয়েছে বিএনপি

  • Voice24 Admin
  • Update Time : ১০:২৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৫৪৩ Time View

গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। বুধবার (১৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলাকে ন্যাক্কারজনক উল্ল্যেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারিরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। আজ গোপালগঞ্জে এনসিপি’র পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনওসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণকামড় দিয়ে ইন্টেরিম গভর্নমেন্টকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব দুস্কৃতিকারিদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোন পথ নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। এর ব্যতয় হলে দেশ আবারও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় হুমকির মুখে পড়বে জানিয়ে বিএনপি মহাসচিব গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারী ও দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানান। একইসাথে তিনি আহত পুলিশ সদস্যদেরও আশু সুস্থতা কামনা করেন।

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় কঠোর শাস্তি চেয়েছে বিএনপি, ,

গোপালগঞ্জে
সমাবেশ
শেষে
ফেরার
পথে
জাতীয়
নাগরিক
পার্টির
(এনসিপি)
কেন্দ্রীয়
নেতাদের
গাড়িবহরে
অতর্কিত
হামলার
ঘটনায়
গভীর
উদ্বেগ
প্রকাশ
করেছে
বিএনপি।
বুধবার
(১৬
জুলাই)
এক
প্রেস
বিজ্ঞপ্তিতে
‘মার্চ
টু
গোপালগঞ্জ’
কর্মসূচিতে
হামলাকে
ন্যাক্কারজনক
উল্ল্যেখ
করেছেন
বিএনপি
মহাসচিব
মির্জা
ফখরুল
ইসলাম
আলমগীর।

বিবৃতিতে
বিএনপি
মহাসচিব
বলেন,
ছাত্র-জনতার
আন্দোলনে
আওয়ামী
স্বৈরাচারী
শাসকগোষ্ঠীর
পতনের
পর
দুস্কৃতিকারিরা
আবারও
দেশে
অস্থিতিশীল
পরিস্থিতি
সৃষ্টিসহ
নৈরাজ্যের
মাধ্যমে
ফায়দা
হাসিলের
অপতৎপরতায়
লিপ্ত
হয়েছে।
আজ
গোপালগঞ্জে
এনসিপি’র
পূর্ব
ঘোষিত
কর্মসূচির
ওপর
বর্বরোচিত
হামলা,
ককটেল
বিস্ফোরণ,
ইউএনওসহ
আইনশৃঙ্খলা
রক্ষাকারী
বাহিনীর
গাড়িতে
অগ্নিসংযোগ

পুলিশ
সদস্যদের
আহত
করার
বর্বর
ঘটনা
সেই
অপতৎপরতারই
বহিঃপ্রকাশ।

তিনি
আরও
বলেন,
আইনশৃঙ্খলা
পরিস্থিতির
চরম
অবনতির
কারণে
আওয়ামী
দোসররা
মরণকামড়
দিয়ে
ইন্টেরিম
গভর্নমেন্টকে
বেকায়দায়
ফেলে
ফায়দা
লুটতে
দেশে
অরাজক
পরিস্থিতি
সৃষ্টির
জন্য
এখন
মাথাচাড়া
দিয়ে
উঠেছে।
এসব
দুস্কৃতিকারিদের
কঠোর
হস্তে
দমন
ছাড়া
বিকল্প
কোন
পথ
নেই।
গণতন্ত্র

মানুষের
ভোটের
অধিকার
প্রতিষ্ঠাসহ
দেশে
যাতে
আবারও
ফ্যাসিবাদের
উত্থান
হতে
না
পারে
সেজন্য
দেশের
মানুষের
জানমাল
রক্ষায়
দল,
মত
নির্বিশেষে
সকল
শ্রেণী-পেশার
মানুষকে
ঐক্যবদ্ধ
থাকার
আহ্বানও
জানান
তিনি।

এর
ব্যতয়
হলে
দেশ
আবারও
স্বাধীনতা-সার্বভৌমত্ব
রক্ষায়
হুমকির
মুখে
পড়বে
জানিয়ে
বিএনপি
মহাসচিব
গোপালগঞ্জে
এনসিপির
পূর্বঘোষিত
কর্মসূচিতে
হামলাকারী

দুস্কৃতিকারিদের
অবিলম্বে
গ্রেফতার

দৃষ্টান্তমূলক
শাস্তির
জোর
আহবান
জানান।
একইসাথে
তিনি
আহত
পুলিশ
সদস্যদেরও
আশু
সুস্থতা
কামনা
করেন।


রার/সা.এ

ট্যাগঃ

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় কঠোর শাস্তি চেয়েছে বিএনপি

Update Time : ১০:২৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় কঠোর শাস্তি চেয়েছে বিএনপি, ,

গোপালগঞ্জে
সমাবেশ
শেষে
ফেরার
পথে
জাতীয়
নাগরিক
পার্টির
(এনসিপি)
কেন্দ্রীয়
নেতাদের
গাড়িবহরে
অতর্কিত
হামলার
ঘটনায়
গভীর
উদ্বেগ
প্রকাশ
করেছে
বিএনপি।
বুধবার
(১৬
জুলাই)
এক
প্রেস
বিজ্ঞপ্তিতে
‘মার্চ
টু
গোপালগঞ্জ’
কর্মসূচিতে
হামলাকে
ন্যাক্কারজনক
উল্ল্যেখ
করেছেন
বিএনপি
মহাসচিব
মির্জা
ফখরুল
ইসলাম
আলমগীর।

বিবৃতিতে
বিএনপি
মহাসচিব
বলেন,
ছাত্র-জনতার
আন্দোলনে
আওয়ামী
স্বৈরাচারী
শাসকগোষ্ঠীর
পতনের
পর
দুস্কৃতিকারিরা
আবারও
দেশে
অস্থিতিশীল
পরিস্থিতি
সৃষ্টিসহ
নৈরাজ্যের
মাধ্যমে
ফায়দা
হাসিলের
অপতৎপরতায়
লিপ্ত
হয়েছে।
আজ
গোপালগঞ্জে
এনসিপি’র
পূর্ব
ঘোষিত
কর্মসূচির
ওপর
বর্বরোচিত
হামলা,
ককটেল
বিস্ফোরণ,
ইউএনওসহ
আইনশৃঙ্খলা
রক্ষাকারী
বাহিনীর
গাড়িতে
অগ্নিসংযোগ

পুলিশ
সদস্যদের
আহত
করার
বর্বর
ঘটনা
সেই
অপতৎপরতারই
বহিঃপ্রকাশ।

তিনি
আরও
বলেন,
আইনশৃঙ্খলা
পরিস্থিতির
চরম
অবনতির
কারণে
আওয়ামী
দোসররা
মরণকামড়
দিয়ে
ইন্টেরিম
গভর্নমেন্টকে
বেকায়দায়
ফেলে
ফায়দা
লুটতে
দেশে
অরাজক
পরিস্থিতি
সৃষ্টির
জন্য
এখন
মাথাচাড়া
দিয়ে
উঠেছে।
এসব
দুস্কৃতিকারিদের
কঠোর
হস্তে
দমন
ছাড়া
বিকল্প
কোন
পথ
নেই।
গণতন্ত্র

মানুষের
ভোটের
অধিকার
প্রতিষ্ঠাসহ
দেশে
যাতে
আবারও
ফ্যাসিবাদের
উত্থান
হতে
না
পারে
সেজন্য
দেশের
মানুষের
জানমাল
রক্ষায়
দল,
মত
নির্বিশেষে
সকল
শ্রেণী-পেশার
মানুষকে
ঐক্যবদ্ধ
থাকার
আহ্বানও
জানান
তিনি।

এর
ব্যতয়
হলে
দেশ
আবারও
স্বাধীনতা-সার্বভৌমত্ব
রক্ষায়
হুমকির
মুখে
পড়বে
জানিয়ে
বিএনপি
মহাসচিব
গোপালগঞ্জে
এনসিপির
পূর্বঘোষিত
কর্মসূচিতে
হামলাকারী

দুস্কৃতিকারিদের
অবিলম্বে
গ্রেফতার

দৃষ্টান্তমূলক
শাস্তির
জোর
আহবান
জানান।
একইসাথে
তিনি
আহত
পুলিশ
সদস্যদেরও
আশু
সুস্থতা
কামনা
করেন।


রার/সা.এ